বেতগাড়ী ইউনিয়নের ইতিহাস
রংপুর জেলার গংগাচড়া উপজেলার মধ্যে এই ইউনিয়ন অবস্থিত। অতীত কালে এই অঞ্চলে প্রচুর বেত উৎপাদন হত বলেই ইউনিয়নটির নাম করন করা হয় বেতগাড়ী ইউনিয়ন। রংপুর শহর থেকে ১২ কিঃমিঃপশ্চিমে ও পাগলাপীর থেকে ৬কিঃমিঃ উত্তরে এবং গংগাচড়া উপজেলার সদর থেকে ৯ কিঃমিঃ দক্ষিণ পশ্চিমে বেতগাড়ী ইউপি অফিস অবস্থিত।বেতগাড়ী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমে ২নং খলেয়া ইউনিয়ন, উত্তরে ৯ নং আলমবিদিতর ইউনিয়ন, পূর্ব দিকে ৩নং বড়বিল ইউনিয়ন, এবং পশ্চিম-উত্তরে নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন অবস্থিত। পূর্ব- উত্তর দিকে ঐতিহ্যবাহী ঘাগট নদী ২ টি ওয়ার্ডের মধ্য দিয়ে প্রবাহিত। এ ইউনিয়নের অধিক অংশ মানুষ কৃষিজীবি।এছাড়াও চাকুরীজীবি,দিনমজুর, ব্যবসায়ী, ও অন্যান্য পেশাজীবি মানুষ রয়েছে। মঙ্গাপীরিত এ ইউনিয়নে কর্মহীন প্রায় ২/৩ হাজার নারী ও পুরুষ জীবিকার তাগিদে ঢাকা, চট্রোগ্রাম,সিলেট,কুমিল্লাহ, ফেনি,গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করেন্।এখানে কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ নেই।এ ইউনিয়নের অধিকাংশ মানুষ ধার্মিক।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস